Edge মডেম দিয়ে একের অধিক পিসিতে ইন্টারনেট ব্যবহার

Re: Edge মডেম দিয়ে একের অধিক পিসিতে ইন্টারনেট ব্যবহার

পোস্টলিখেছেন জয় শনিবার, মে ২৪, ২০০৮ ১১:৩৯ পূর্বাহ্ন

প্রথমত আপনার দুইটা কম্পিউটার LAN দ্বারা সংযুক্ত থাকতে হবে। এক্ষেত্রে দুইটা কম্পিউটারের জন্য আপনি পিসি টু পিসি LAN ক্যাবল দিয়ে সংযুক্ত করতে পারেন। তারপর My computer-My netwok places এ set up a home or small office network এ click করে set up complete করুন। এরপর আপনার আইপি ADDRESS কনফিগার করুন। যে পিসিতে Modem থাকবে তার IP 192.168.0.1 করতে My computer-My network places-view network connection এ যান। Lan or high speed connection এর নিচে local area coneection এর উপর right click করে properties এ click করুন। internet protocol (TCP/IP) select করে properties এ ক্লিক করুন। use the following IP address এ ক্লিক করে IP-192.168.0.1 , subnet mask-255.255.255.0 , default gateway-192.168.0.1 দিন।
তারপর অন্য যে PC তে নেট ব্যাবহার করতে চান তার IP-192.168.0.2, subnet mask-255.255.255.0 ,default gateway- 192.168.0.1 এবং preferred DNS server-192.168.0.1 দিন। OK করে বেরিয়ে আসুন। এবার যে পিসিতে মডেম আছে তাতে মডেম সেটআপ দেওয়া থাকলে ...view network connection এ dial-up এর নিচে EDGE বা যা লিখা থাকবে তাতে right click-properties-advanced এ allow other network users to connect through this computer's internet connection এ টিক দিয়ে ok করে বেরিয়ে আসুন। তারপর দুই পিসিতেই ....local area connection-right click -disable করে আবার Enable করুন। এখন দুই পিসিতেই নেট পাবার কথা।
আমি এভাবেই configure করে চারজন Edge connection Share করছি। আনেক সময় windows fierwall এর জন্য নেট sharing এ সমস্যা হয়। সেক্ষেত্রে firewall বন্ধ করে দেখতে পারেন হয় কিনা।
জয়

0 comments:

Post a Comment