ডিপ ফ্রিজ আনইন্সটল এর টিউটোরিয়ালঃ


ছবিঃ
ছবি
প্রথমে শিফট কি চেপে ডিপ ফ্রিজ এর আইকনে ডাবল ক্লিক করতে হবে। তারপর পাসওয়ার্ড(যদি থাকে) দিয়ে লগ ইন করতে হবে।
ছবিঃ
ছবি
এরপর যে তিনটি অপশন আছে তার মধ্যে প্রথমটি হচ্ছে ডিফলট। এ অবস্থায় কম্পিউটার ফ্রিজ থাকবে। পরের অপশনে (Boot Thawed on Next) আপনি যদি ক্লিক করে ১/২ সেট করেন তাহলে ততবার রিবুট হবে ডিজাবল অবস্থায়। এ অবস্থায় আপনি যে কাজ করবেন তা ডিপফ্রিজ পরিবর্তন করবে না। সর্বশেষ অপশন (Boot Thawed) এটিকে পুরোপুরি ডিজাবল করে রাখে।
আর এ অপশন গুলি কাজে লাগাতে হলে আপনাকে পিসি অবশ্যই রিস্টার্ট দিতে হবে।
ছবিঃ
ছবি
এখন যদি আপনি আনইনস্টল করতে চান তবে এটিক পুরোপুরি ডিজাবল করুন সর্বশেষ অপশনটি এনাবল করে। এবার কম্পিউটার রিস্টার্ট করুন। তারপর আপনি যে ফাইলটি দিয়ে ডিপ ফ্রিজ ইনস্টল করেছেন সেটিতে ডাবল ক্লিক করুন (এটি অবশ্যই আপনার কম্পিউটারে থাকতে হবে কারন ডিপ ফ্রিজ যেটি দিয়ে ইনস্টল করা হয় ঠিক সেই ফাইলটিই আনইনস্টল করতে কাজে লাগে)। এটিই বুঝতে অনেকের সমস্যা হতে পারে। এবার অনস্ক্রিন কমান্ড ফলো করে এটিকে আনইনস্টল করে ফেলুন।

0 comments:

Post a Comment