উইন্ডোজ এক্সপির শর্টকাট কমান্ড

উইন্ডোজ এক্সপির কয়েকটি শর্টকাট কমান্ড- :
এগুলি প্রয়োগের জন্য স্টার্ট মেনু থেকে রান মেনুতে যান তারপর প্রয়োগ করুনঃ

এক্সপির শর্টকাট কমান্ড লিস্ট :
winword - এম এস ওয়ার্ড ওপেন এর কমান্ড
excel - এক্সেল ওপেন করার কমান্ড
devmgmt.msc - ডিভাইস ম্যানেজার৷
services.msc - সার্ভিস ম্যানেজার খোলার জন্য।
fsquit - ট্রান্সফার উইজার্ড৷
desk.cpi -
ডিসপ্লে প্রোপার্টিজ ৷
main.cpi - মাউস প্রোপার্টিস ডিসপ্লে।
gpedit.msc - গ্রুপ পলিসি এডিটর৷
compmgmt.msc - কম্পিউটার ম্যানেজমেন্ট৷
msconfig - সিষ্টেম কনফিগারেশন ইউটিলিটি।
system32 - সিষ্টেম৩২ ফোল্ডার খোলা।
fonts - ফন্ট ফোল্ডার খোলা।
calc.exe – ক্যালকুলেটর।
cleanmgr.exe - ডিস্ক ক্লিনার।
clipbrd.exe - ক্লিপ বুক ভিউয়ার।
dfrg.msc - ডিস্ক ডিফ্রাগমেন্টার।
main.cpl - মাউস প্রোপাটিস্।
mmsys.cpl - সাউন্ড এন্ড অডিও ডিভাইস প্রোপার্টিস্।
ncpa.cpl - নেটওয়ার্ক কানেকশন।
netsetup.cpl – নেটওয়াক সেটআপ উইজার্ড।
notepad.exe – নোট প্যাড।
ntbackup.exe – ব্যাকআপ বা রিস্টোর
উইজার্ড
nusrmgr.cpl – ইউজার অ্যাকাউন্ট।
osk.exe – অন স্ক্রিন কি-বোর্ড।
sndrec32.exe - সাউন্ড রেকর্ড।
sndvol32.exe – ভলিউম কন্ট্রোল।
taskmgr.exe – টাস্ক ম্যানেজার
timedate.cpl – টাইম এন্ড ডেট কনফিগারেশন।
write.exe – ওয়ার্ড প্যাড।
wscui.cpl – উইন্ডোজ সিকিউরিটি সেন্টার
wuaucpl.cpl – অটোমেটিক
উইন্ডোজ আপডেট।
mspaint - এম এস পেইন্ট
appwiz.cpl – অ্যাড রিমুভ প্রোগ্রাম
explorer – উইন্ডোজ এক্সপ্লোরার
%windir% – উইন্ডোজ ডিরেক্টরি খোলার জন্য।
%SystemRoot%\system32\cmd.exe বা cmd.exe - কমান্ড প্রম্পট্‌
%HOMEDRIVE% - সি ড্রাইভ খোলার জন্য
%HOMEDRIVE%%HOMEPATH% - ব্যবহারকারীর অ্যাকাউন্ট ডিরেক্টরি খোলার জন্য

0 comments:

Post a Comment