ডেবিয়ান/উবুন্তুতে বাংলা ফন্ট ইনস্টল করা

লিনাক্স ইনস্টলের পর পছন্দের বাংলা ফন্ট না থাকলে লেখাগুলি দেখতে একটু খারাপ-ই লাগে। আবার ইউনিকোড ছাড়া অন্য কোন ফন্ট যেমন সুতন্বী, আদর্শলিপি ইত্যাদি ফন্টের লেখা একদমই লিনাক্সে দেখা যায় না। তাই অনেকেই আমরা একটু হতাশ হয়ে যাই। এতে হতাশ হওয়ার কিছুই নেই। আপনি আপনার পছন্দের যেকোন ফন্ট লিনাক্সে ইনস্টল করে আপনার ডকুমেন্টগুলি সঠিকভাবে দেখতে পারবেন। তাহলে আসুন শুরু করি।

প্রথমে টার্মিনাল খুলে রুট হিসেবে লগইন করুন। এবার ডেবিয়ান এর সাথে কিছু বাংলা ফন্ট দেয়া থাকে সিডিতে যেগুলি আমরা প্রথমে ইনস্টল করে নেই।

প্রথমেই ফন্ট প্যাকেজ দেখার জন্য কমান্ড দিতে পারেনঃ

aptitude search bengali

এভাবে আপনি যেকোন প্যাকেজ এর নামের কিছু অংশ দিয়ে সার্চ করতে পারেন।

ফলে আপনি প্যাকেজের নাম সঠিকভাবে খুজে পাবেন। যেমন আমার এখানে প্যাকেজটির নাম ttf-bengali-fonts

তাই উক্ত প্যাকেজটি ইনস্টলের কমান্ড হবে এরকমঃ

aptitude install ttf-bengali-fonts


যদি উবুন্তুতে ইনস্টল করতে চান কমান্ড এর আগে sudo শব্দটি ব্যবহার করুন। অর্থাৎ এক্ষেত্রে কমান্ড হবেঃ

sudo aptitude install ttf-bengali-fonts

উপরের ফন্টগুলি ইনস্টল হয়ে গেলে নিচের কমান্ড এর মাধ্যমে আপনার উইন্ডোজ ড্রাইভ/পেন ড্রাইভ থেকে ফন্টগুলি লিনাক্সের ড্রাইভে কপি করে দিন।

ফন্ট কপি করার কমান্ডঃ

syntax:

cp sourcepath destinationpath


command:
cp /media/win_D/banglafont/solaimanlipi.ttf /usr/share/fonts/truetype/ttf-bengali-fonts/

এখানে /media/win_D/banglafont/SolaimanLipi.ttf বলতে উইন্ডোজ এর ডি ড্রাইভের banglafont নামক ফোল্ডারে থাকা SolaimanLipi.ttf ফন্টকে বুঝিয়েছি। এটি আপনার পছন্দের যেকোন ফন্ট হতে পারে। তার পাথ উল্লেখ করে দিন এখানে।

সবশেষে ফন্ট ক্যাশ আপডেটের জন্য কমান্ড দিনঃ

fc-cache -fv


যাতে এটি সব এ্যাপ্লিকেশনের সাথে কাজ করতে পারে।

0 comments:

Post a Comment