ডেবিয়ান/উবুন্তুতে ইন্টারনেট ছাড়া গান শোনা/মুভি দেখার উপায়

গান শোনা/মুভি দেখার জন্য লিনাক্সে ইন্টারনেট কানেকশন এর সাহায্যে বিভিন্ন কোডেক ইনস্টল করতে হয়। কিন্তু যাদের ইন্টারনেট কানেকশন নেই তাদের জন্য কি কোন সমাধান আছে? হ্যা আপনাদেরই জন্য বাংলাদেশ লিনাক্স ইউজারস এ্যালায়েন্স এর শাবাব মোস্তফা একটি সমাধান দিয়েছেন আমাদের প্রযুক্তিতে। এখানে পড়ুন উবুন্টুতে সরাসরি ইন্টারনেট ছাড়া গান শোনার বিকল্প উপায়

সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকেঃ http://code.google.com/p/uec-pack/downloads/list
উপরের লিংক থেকে UEC-Pack_u1.tar.gz প্যাকেজটি নামিয়ে নিন। তারপর আনজিপ করে ফোল্ডার এর ভিতের install.sh বাটনটিতে ডাবল ক্লিক করুন। তারপর ডায়ালগ বক্স থেকে Run in terminal এ ক্লিক করুন। আপনার রুট পাসওয়ার্ড দিন। সব ঠিকঠাক থাকলে ইনস্টল হয়ে যাবে। এখন থেকে আপনি MP3, WMA, WAV, RM, AAC, MPG, AVI, WMV, MP4, FLV, 3GP, MOV, MKV ফর‌ম্যাটগুলির গান এবং ভিডিও ফাইল চালাতে পারবেন।

এ ছাড়াও ইন্টারনেটে আরেকটি লিংকে VLC player, restricted codecs ইত্যাদির জন্য কয়েকটি অফলাইন ইনস্টলার দেয়া আছে। সেগুলিও পরখ করে দেখতে পারেন। এখানে উবুন্তুর বিভিন্ন ভার্সনের জন্য আলাদা ইনস্টলার আছে।
লিংকঃ http://hacktolive.org/wiki/Ubuntu_offline_installers