অফলাইনেই ডেবিয়ান বা উবুন্তুতে ইউনিজয় কি-বোর্ড ইনস্টল করুন

যাদের মেশিনে নেট কানেকশন নেই তাদের জন্যই আমি প্যাকেজটি তৈরী করেছি। বাংলা লেখার জন্য ইউনিজয় কি-বোর্ড লিনাক্সে পেতে হলে scim-m17n নামের প্যাকেজটি scim প্যাকেজের সাথে মেশিনে ইনস্টল করতে হয়। কিন্তু যাদের নেট কানেকশন নেই তারা scim-m17n কিভাবে ইনস্টল করবেন? এটিতো সিডিতে দেয়া থাকে না। এমনকি ডেবিয়ান লেনি ৫.০ এ ৩য় ডিভিডিতে এ প্যাকেজটি দেয়া থাকে-যেখানে একটি ডিভিডি যোগাড়েই হিমশিম খেতে হয়। আপনাদের কথা চিন্তা করেই আমি প্যাকেজটি মিডিয়া ফায়ারে আপলোড করে দিলাম।

ডাউনলোড লিংকঃ http://www.mediafire.com/?z4y0gkqncj4

এটি ডাউনলোড করে আনজিপ করুন আপনার লিনাক্স মেশিনে। তারপর উক্ত ফোল্ডারে শেল প্রম্পট এর সাহায্যে ঢুকে কমান্ড দিনঃ

dpkg -i *.deb

সাথে সাথে আপনার মেশিনে SCIM Input Method এর ইউনিজয় ইনস্টল হয়ে যাবে। এরপর কিছু কনফিগারেশন করে নিলেই ব্যবহার করতে পারবেন ইউনিজয় বা আপনার পছন্দের কোন বাংলা কি-বোর্ড। এজন্য আমার আগের একটি পোস্ট দেখুন।

লিংকঃ http://iusumon.blogspot.com/2009/05/using-unijoy-bijoy-keyboard-in-linux.html

0 comments:

Post a Comment