ডাউনলোডকৃত আইএসও ইমেজ-কে রিপোজিটরী হিসেবে ব্যবহার করুন

ডেবিয়ান এ একাধিক সিডি ডাউনলোড করে তা থেকেই সাধারনত সফটওয়্যার ইনস্টল করা হয়ে থাকে। যাদের ইন্টারনেট আছে তারা অবশ্য সিন্যাপ্টিক থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন। একাধিক সিডি থেকে ডাউনলোড করতে গেলে প্রায়ই সিডি বের করে আবার নতুন সিডি ঢোকাতে হয়। এভাবে একাধিকবার সিডি পরিবর্তন করা বেশ ঝামেলার। এজন্য বারবার সিডি ঢোকানোর হাত থেকে মুক্তি পেতে হলে আপনি ডাউনলোড করা আইএসও ফাইল মাউন্ট করে কাজ সারতে পারেন। ফলে সিডি ঢোকানো এবং বার্ন করা দুটো ঝামেলাই এড়াতে পারবেন। আপনার কোন বন্ধুর কাছ থেকে পেন ড্রাইভে আইএসও ফাইলটি নিয়ে এসে বাসায় কাজ করতে পারবেন। ফলে সিডি’র খরচ ও কিছুটা বাচাতে পারবেন বৈকি।

এ পদ্ধতিতে আপনাকে আইএসও ফাইল এবং তার ফোল্ডারগুলো অবশ্যই চিনিয়ে দিতে হবে যাতে বুট করার সময়ে অটোমেটিক্যালি সেগুলো পেয়ে যান এবং সেখান থেকে যে কোন সময়ে ইনস্টল করতে পারেন।

নিচের লাইনগুলিতে my-user-name এর জায়গায় আপনার নিজের নাম/ফোল্ডার এর নাম হবে।
এজন্য প্রথমেই আপনি হোম এ অবস্থিত আপনার ফোল্ডার এর ভিতরে isos নামে একটি ফোল্ডার তৈরি করুন আইএসও/ইমেজগুলি রাখার জন্য।

এ ফোল্ডারে আইএসও ফাইলগুলি নেট থেকে ডাউনলোড করুন আর কপি করে রাখুন /home/my-user-name/isos/ পাথে যাদের নাম হতে পারে এরকম- debian1.iso debian2.iso debian3.iso

এবার isos ফোল্ডার এর অধীনে আরো তিনটি ফোল্ডার তৈরী করি iso1, iso2, and iso3 নামে।

এবার আপনার পছন্দের টেক্সট এডিটরে (vim, gedit, kedit-যে কোন একটিতে ) /etc/fstab ফাইলটি খুলুন এবং নিচের লাইনগুলি যোগ করুন এ ফাইলের একদম শেষেঃ

কমান্ডঃ sudo gedit /etc/fstab অথবা
sudo vim /etc/fstab

/home/my-user-name/isos/debian1.iso /home/my-user-name/isos/iso1/ udf,iso9660 user,loop 0 0
/home/my-user-name/isos/debian2.iso /home/my-user-name/isos/iso2/ udf,iso9660 user,loop 0 0
/home/my-user-name/isos/debian3.iso /home/my-user-name/isos/iso3/ udf,iso9660 user,loop 0 0


এরপর সিন্যাপ্টিক এর রিপোজিটরীতে নিচের লাইনগুলি যোগ করতে হবেঃ
এটি গ্রাফিক্যালি টুলস দিয়ে করতে পারেন অথবা /etc/apt/sources.list ফাইলে উপরের মতই কোন এডিটর দিয়ে লাইনগুলি যোগ করতে পারেনঃ

file:/home/my-user-name/isos/iso1 lenny main
file:/home/my-user-name/isos/iso2 lenny main
file:/home/my-user-name/isos/iso3 lenny main


(এখানে প্রথম অংশ ফাইলটি কোথায় আছে তার লোকেশন, দ্বিতীয় অংশ এর ডিস্ট্রিবিউশনের নাম-লেনি, তৃতীয় অংশ হচ্ছে উক্ত ডিস্ট্রো এর main অংশকে নির্দেশ করে।

এখন নতুন করে রিবুট করুন তাহলে আইএসও গুলি স্বয়ংক্রিয়ভাবে মাউন্ট হয়ে যাবে এবং সিন্যাপ্টিকে পেয়ে যাবেন। সিন্যাপ্টিকে ও রিলোড বাটনে ক্লিক করে নিতে ভুলবেন না।

0 comments:

Post a Comment