লিনাক্স শর্ট টিপস-৩ (স্ক্রিন রেজুলেশন সমস্যা)


অনেক সময় দেখা যায়, মনিটরের রেজুলেশন সেট করার পরও রিস্টার্টের সময় আবার পরিবর্তিত হয়ে যায়। যেমন আপনি রেজুলেশন সেট করলেন 1280 x 800 কিন্তু রিস্টার্টের পর আবার 1024 x 768 এ পরিবর্তিত হয়ে গেল। এ সমস্যা থেকে পরিত্রানের জন্য /etc/gdm/Init/Default ফাইলটি খুলে তাতে নিচের কোডগুলি লিখে সেভ করুন।

কমান্ডঃ
xrandr --output VGA1 --mode 1024x768 --rate 60

লাইনটি অবশ্যই exit 0 এর আগে লিখবেন। exit 0 এর পর যাই লিখুন না কেন তা মেশিন এক্সিকিউট করবে না।

যদি কেডিই ইন্টারফেস ব্যবহার করেন তবে আপনার কনফিগারেশন ফাইলটি হবে /etc/kde*/kdm/Xsetup
উপরের কমান্ডটিতে কি কি ইনপুট দিবেন (VGA1, 1024x768, 60 স্থানে) তা দেখার জন্য আরেকটি কমান্ড দিন।

xrandr -q

ফলাফল÷
Screen 0: minimum 320 x 200, current 1280 x 800, maximum 8192 x 8192
VGA1 disconnected (normal left inverted right x axis y axis)
LVDS1 connected 1280x800+0+0 (normal left inverted right x axis y axis) 331mm x 207mm
1280x800 60.0*+
1024x768 60.0
800x600 60.3 56.2
640x480 59.9

উপরে দেখুন LVDS1 কানেক্টেড দেখাচ্ছে এবং বেস্ট রেজুলেশন দেখাচ্ছে 1280x800 এবং রিফ্রেশ রেট 60.0। তাহলে প্রথম কমান্ডটি হবে বর্তমান মেশিনের জন্য-

xrandr --output LVDS1 --mode 1280x800 --rate 60

এটি etc/gdm/Init/Default অথবা /etc/kde*/kdm/Xsetup ফাইলে exit 0 এর আগে লিখে সেভ করুন। তারপর মেশিন রিস্টার্ট দিন।

0 comments:

Post a Comment