লিনাক্স শর্ট টিপস-৫ (ওপেন/লিব্রে অফিসে রিকভারী উইজার্ড সমস্যা)


ওপেন অফিস বা লিব্রে অফিসে রিকভারী অপশনটি বেশ দরকারী। কিন্তু মাঝে মাঝে কোন ফাইল রিকভারী করতে না পারলে প্রতিবার কোন ফাইল ওপেন করার সময় রিকভারী উইজার্ড এসে বিরক্ত করতে থাকে। এজন্য আপনি "soffice -norestore" অথবা "soffice -nocrashreport" অথবা "soffice -norestore -nocrashreport" কমান্ডের মাধ্যমে ওপেন অফিস চালু করে দেখতে পারেন। এতেও সমস্যা না গেলে নিচের পদক্ষেপ গ্রহন করুন।

প্রথমে ডিলিট করুন নিচের ফাইল দুটি-
in windows:
C:\Documents and Settings\\Application Data\OpenOffice.org2\user\registry\data\org\openoffice\Office\Recovery.xcu

in linux:
/home/zahid/.openoffice.org/3/user/registry/data/org/openoffice/Office/Recovery.xcu

এবং
in windows:
C:\Documents and Settings\\Application Data\OpenOffice.org2\user\registry\cache\org.openoffice.Office.Recovery.dat

in linux:
/home/zahid/.openoffice.org/3/user/registry/cache/org.openoffice.Office.Recovery.dat

সবশেষে নিচের ফোল্ডারটিতে যা আছে তার সব মুছে দিন।
in windows:
C:\Documents and Settings\\Application Data\OpenOffice.org2\user\backup\

in linux:
/home/zahid/.openoffice.org/3/user/backup/

0 comments:

Post a Comment