উইন্ডোজ এক্সপি বুটের সময় দেখায় ntldr is missing or corrupt

ntldr সমস্যার জন্য নিচের ফাইলটি ডাউনলোড করে আনজিপ করুন তারপর সমস্যাগ্রস্ত কম্পিউটারের সি ড্রাইভে কপি করে পেস্ট করুন এবং Restart করুন।

সমস্যাগ্রস্ত পিসিকে আপনি লাইভ সিডি(উবুন্তু লাইভসিডি, আলটিমেট বুট সিডি ইত্যাদি) এর সাহায্যে বুট করে তারপর পেনড্রাইভের সাহায্যে ফাইলগুলিকে কপি করে পেস্ট করতে পারেন।


ডাউনলোড এর জন্য ক্লিক করুন এখানে

নেতৃত্ব, কেভিন রাড ও বাংলাদেশের জন্য শিক্ষা

সি ড নি থে কে
অজয় দাশগুপ্ত
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাডকে সৌম্য দর্শন বলা যেতেই পারে। এক জীবনে তিন-তিনটি রাষ্ট্রের নাগরিক হতে পারাটা সৌভাগ্যের না দুর্ভাগ্যের জানি না, তবে নিয়তি সেটাই করে দেখিয়েছে। আমি জন্মেছি পাকিস্তানে, কৈশোরে পেয়েছি মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশ, আশা-নিরাশার দ্বন্দ্ব আর জীবনযুদ্ধে প্রবাসে পাড়ি দিয়ে পেলাম অস্ট্রেলিয়ান নাগরিকত্ব।
প্রবাসে দেশত্যাগী মানুষের স্বদেশ প্রেম থাকে তুঙ্গে। অদর্শনে যেকোনো ভালোবাসা হয় গভীর; নাড়ীর টান হলে তো কথাই নেই। তাই বলে পানিতে বসবাস করে তার অস্তিত্ব অস্বীকারকে কি কৃতজ্ঞতা বলা যাবে? বাঙালির এক অংশের মধ্যে এর অভাব প্রকট। বৈপরীত্যটা কোথায় দেখুন, নিশিদিন দেশ ও দেশজ চিন্তায় ডুবে থাকেন বটে, ঢাকা-চট্টগ্রাম গেলে দু হপ্তা পরই টিকিটের তারিখ এগিয়ে আনতে ছোটেন; যানজট, ধুলাবালি, শব্দদুষণে ক্লান্ত হয়ে পড়েন। হরতাল-ধর্মঘট থাকলে নেতা-নেত্রীদের তুলোধুনো করে ছাড়েন, অথচ এই ভাইজানই হয়তো সিডনি আওয়ামী লীগের বড় কর্তা অথবা বিএনপিপ্রধান, ইনিই গাঁটের পয়সা খরচ করে দুতাবাসের সামনে মানববন্ধন করেন, এঁদের প্ল্যাকার্ড, পোস্টার আর সমাবেশপ্রীতিতে মনে হবে এ যেন ঢাকা বা দেশেরই অন্য কোনো বর্ধিষ্ণু অঞ্চল। বড় দল বলে পরিচিত দুটো দলের সর্বগ্রাসী রাজনীতি এভাবেই গ্রাস করেছে আমাদের। দেশের পাশে, জনগণের মঙ্গলে দাঁড়ানোর চেষ্টা নেই, নেই প্রগতিশীল রাজনীতি, অর্থনীতি সমাজ প্রক্রিয়া আত্মস্থ করার ব্যাকুলতা। উল্টো রাজনৈতিক দলগুলোর পক্ষাবলম্বন করতে গিয়ে এদের সার্বক্ষণিক অসত্য ও মিথ্যার আশ্রয় নিতে হয়, যা এসব দেশের জীবনব্যবস্থার সঙ্গে অসংগতিপূর্ণ।
অস্ট্রেলিয়ানরা জীবনে কোনো ব্যাপারেই বাড়াবাড়ি করে না। গালাগাল দিলেও তা এতটা নিঃশব্দে আর সৌজন্যে যে তা কারও কর্ণগোচর হওয়ার নয়। আমরা তার উল্টোটি। হাতে-পায়ে ধরে, ধরনা দিয়ে, পরীক্ষা দিয়ে, টেস্টের পর টেস্টে উত্তীর্ণ হয়ে এদের দেশে ঢুকেই বিপরীত চেহারা ধারণ করি। খাই-দাই, রোজগার করি, অর্জিত অর্থে দেশ-বিদেশ ঘুরে বেড়াই সন্তান-সন্ততীদের লালন করি তবুও আপন ভাবতে পারি না। যে যা-ই বলুক, একে উগ্র দেশপ্রেম বা স্বদেশ চেতনা বলাটা অন্যায়। তা ছাড়া এর পেছনে দেশপ্রেম কতটা তাও নিরীক্ষার বিষয়। দুগ্ধঘৃত, ননী, মাখন, খাঁটি বা ভেজালহীন খাদ্য, বায়ুদুষণহীন আকাশ, যানজটহীন পথঘাট, সচ্ছল-নির্মল জীবনব্যবস্থা ফেলে যাবেন না জেনেও এসব দেশ জাতির পক্ষাবলম্বন করতে না পারার মূল কারণ অন্যত্র।

সেটা মূলত রাজনীতি। কোন রাজনীতি?
যা ৩০ বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে−যেসব দলের আদৌ কোনো অর্থনৈতিক এজেন্ডা নেই, যেসব নেতা-নেত্রীরা তাঁদের আচরণের মতোই অপরিশীলিত, অগণতান্ত্রিক, তাঁদের জন্য প্রবাসেও শান্তি বিপন্ন।

তেলে-বেগুনে জ্বলে ওঠার আগে সমর্থকদের মনে করিয়ে দিতে চাই, আমরা গণতান্ত্রিক দেশে ম্যাককেইন-ওবামা, জন হাওয়ার্ড ও কেভিন রাডের গণতান্ত্রিক বাদানুবাদে প্রলুব্ধ হই, স্বদেশীয় নেত্রীদের জন্য তা চাই না, বড়ই আফসোস। অগ্রজ বুদ্ধিজীবী দেশবরেণ্য অনেক লেখক-বুদ্ধিজীবীরাও আজ দিগ্ভ্রান্ত। কালের সাক্ষীদের কলমও একদর্শী।

প্রবাসী এক লেখককে বলেছিলাম, কেন নতুন প্রজন্ন আমাদের মতো বয়স্ক মানুষের চোখে পৃথিবী দেখবে?
কেন তার বিবেক ও চিন্তাকে আচ্ছন্ন করে রাখবে অশীতিপর মানুষের অতীত অথবা স্মৃতিকারতা? উত্তর মেলেনি।


অভিজ্ঞতা বা বয়সী প্রেরণার কথা ভিন্ন, শক্তি ও সাহস জোগাতে পারলে নেলসন মান্ডেলার মতোই মানুষটি হবেন চির তরুণ, কিন্তু বিদেশে বসে ভগ্নির ‘কাইজা’ বা যুবরাজের চিকিৎসার বিবরণে কি তার কোনো ছায়া মেলে?

দেখেশুনে মনে হয়, দুই দল আর দলের ডালপালা গ্রামের বুড়ো অশ্বত্থ গাছটির মতো− অজানা ভয়, দৈবদুর্বিপাক, অমঙ্গলের আশঙ্কায় সাধারণ মানুষ এর তলায় বাতি জ্বালায়, খই-মুড়ি প্রসাদ ছড়িয়ে দেয়, কেউ মানত রেখে চুল কাটে অথবা সালাম ঠোকে। কিন্তু একবার যদি ভুল ভাঙে এবং বুঝতে পারে যে এর ক্ষমতা সীমিত, অমঙ্গল করার শক্তি নেই, তাহলে এর কাঠে রন্ধনকার্য চালাতে এক মুহুর্তও বিলম্ব করবে না।

এটাই তফাত। ভালোবাসলে বা শ্রদ্ধা করলে বাতি জ্বালাত না, কেটেও নিত না, বলছিলাম নেতৃত্বের কথা।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড কেবল সুদর্শনই নয়, তাঁর বক্তব্য, কথা বলার ভঙ্গি, পোশাক-আচরণ−সবকিছু জুড়েই ভদ্রতা আর বিনয়ের ছাপ।

সবচেয়ে বড় কথা দায়িত্বশীল আর অভিভাবকতুল্য মনোযোগ, সারা বিশ্বে অর্থনীতির ঘোর দুর্দিন, চারদিকে ত্রাহি ত্রাহি অবস্থা। খোদ যুক্তরাষ্ট্রেই এখন ভেঙে পড়ছে ব্যাংকিং ও আর্থিক খাত, তখন এক পা বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার পুরো এক শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী পাশে দাঁড়িয়ে, মজবুত ও দৃঢ় ভিত্তিতে থাকার পরও অস্ট্রেলিয়ার এই ঘোষণা, আগাম সতর্কতা ও ভবিষ্যৎ সুরক্ষা। অর্থমন্ত্রী একাই তা পারতেন, প্রধানমন্ত্রী কেভিন রাড তাঁর পাশে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন ভয়ের কিছু নেই, দুর্ভাগ্য এঁদের, এর পরও এঁদের জন্য কেউ মিছিল করে না, মিটিং নেই, নেই জিন্দাবাদও।
আর আমরা যাঁদের জন্য জান দিই, রাজপথে জ্বালাও-পোড়াও করি, ভবিষ্যৎ বিপন্ন করে তুলি, তাঁরা কি কিছু বলেছেন! এ পর্যন্ত তাঁরা কেউই জানান দেননি দরিদ্র দেশটি কীভাবে এ দুর্যোগ বা ঝড় সামলাবে। আদৌ তাঁরা বিষয়টি বোঝেন কি না, কে জানে? কিন্তু জাতিকে তো বুঝতে হবে, আর সে জন্যই চাই আধুনিক ও শিক্ষিত নেতৃত্ব। নইলে বেড়ালের ঘণ্টাটি চিরদিনই বন্ধনহীন থেকে যাবে।
অজয় দাশগুপ্ত: সিডনিপ্রবাসী লেখক।
dasguptaajoy@hotmal.com
সূত্রঃ প্রথম আলো, ২৫ অক্টোবর, ২০০৮

উইন্ডোজ এক্সপি একটিভেশন সমস্যঅ

যদি এক্সপি চালু করার সময় এক্টিভেশন/রেজিস্ট্রেশন করতে বলে তাহলে অনেক সময় মেশিন ঠিকমত কাজ করে না। অনেক সময় লগইন স্ক্রিন আসার পর লগইন করা যায় না। এজন্য আমি নিচের ফাইলে বেশ কয়েকটি ক্র্যাক জিপ করে দিয়েছি। ট্রাই করে দেখতে পারেন নিজ দায়িত্বে।
ডাউনলোডের জন্য ক্লিক করুন এখানে

হার্ডডিস্ক ক্লোনিং

লিখেছেন: জুয়েল
website:http:cae.com.bd
মঙ্গলবার, 26 আগস্ট 2008

"আচ্ছা আপনাকে যদি ৫০টা একই কনফিগারেশনের কম্পিউটার ওএস এবং অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যারসহ ইনস্টল করতে দেওয়া হয় কতক্ষন লাগবে?? মনেমনে হিসাব কষে আপনার উত্তর হচ্ছে, “দুই দিনতো লাগবেই“। আমি যদি বলি ৪থেকে৫ ঘন্টায় এটা করা সম্ভব। কিভাবে????? একটা কম্পিউটারে স্ট্যান্ডার্ড সবকিছু দিয়ে ইনস্টল করে ওই হার্ডডিস্ক থেকে অন্য সবগুলো হার্ডডিস্ক ক্লোন করে। অথবা, আপনার বর্তমান হার্ডডিস্কটি ৪০ গিগাবাইটের। এটি পালটানোর জন্য আপনি ৮০ গিগাবাইটের একটি নতুন হার্ডডিস্ক কিনলেন। আপনি চাইছেন আপনার কম্পিউটারে বর্তমান সেটিংস যা আছে হুবুহু তাই থাকবে শুধু ড্রাইভগুলোর সাইজ বড় হবে। তা ও করা সম্ভব।"

যাইহোক, সেখানে আমি Powerquest Drive Copy দিয়ে কিভাবে হার্ডডিস্ক ক্লোন করা যায় তা বলেছিলাম। Powerquest Drive Copy সফটওয়্যারটি বানানো হয়েছে ফ্লপিতে ব্যবহারের উপযোগী করে। কিন্তু ইদানিং ফ্লপির ব্যবহার আস্তে আস্তে উঠে যাচ্ছে। তাই সফওয়্যারটিকে একটু খেটেখুটে আমি ইউএসবি পেন ড্রাইভের উপযোগী করে ফেলেছি। চলুন দেখা যাক কিভাবে Powerquest Drive Copy এর বুটেবল ইউএসবি পেন ড্রাইভ তৈরী করা যায়।

এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন। USB_Drive_Copy.exe নামের ফাইলটি ডাউনলোড হবার পর রান করুন। পাসওয়ার্ড চাইলে cae.com.bd দিন। ফাইলটি আনজিপ হয়ে 1_USB_Format, 2_DOS_System_Files এবং 3_Drive_Copy_4.0 নামে তিনটা ফোল্ডার তৈরী হবে। একটা ইউএসবি পেন ড্রাইভ কম্পিইটারে লাগান। পেন ড্রাইভে গুরুত্বপূর্ণ ফাইল তা ব্যাকআপ নিয়ে নিন। কারণ এটি ফরম্যাট করতে হবে। 1_USB_Format ফোল্ডারে ঢুকে HP USB Format for Windows প্রোগ্রামটি চালু করুন। Creat a DOS startup disk এ টিক মার্ক দিন। using DOS system files located at: এর ব্রাউজ(...) বাটনে ক্লিক করুন। ব্রাউজ করে আনজিপ করা 2_DOS_System_Files ফোল্ডারটি সিলেক্ট করুন। OK দিন। Start বাটনে ক্লিক করুন। Yes দিন। OK দিন। Close দিন। আপনার পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেল। এবার 3_Drive_Copy_4.0 ফোল্ডার থেকে সব ফাইল পেন ড্রাইভে কপি করুন। নিশ্চিতভাবে সব ফাইল কপি হবার জন্য Ctrl+a দিয়ে সিলেক্ট করে কপি করা উত্তম। কারণ কিছু ফাইল হিডেন অবস্থায় থাকে। তৈরী হয়ে গেল আপনার Powerquest Drive Copy এর বুটেবল ইউএসবি পেন ড্রাইভ।

একটি পিসি স্ট্যান্ডার্ড সবকিছু দিয়ে রেডি করুন এবার অন্য একটি হার্ডডিস্ক Slave এ লাগান। পেন ড্রাইভ দিয়ে পিসি বুট করুন। Powerquest Drive Copy লোড হবে। তিনটা অপশন দেখতে পাবেন। Verify Disk Configuration Entire Disk to Disk Copy Selective Partition Copy
২য় অপশনটি সিলেক্ট করুন। সোর্স ড্রাইভ হিসেবে মাষ্টার হার্ডডিস্কটি এবং ডেস্টিনেসন ড্রাইভ হিসেবে Slave হার্ডডিস্কটি সিলেক্ট করুন। নেক্সট বাটন প্রেস করুন। দুটো অপশন পাবেন। Replace Backup Replace সিলেক্ট করুন। আবার দুটো অপশন পাবেন। Fast Mode Safe Mode Fast Mode সিলেক্ট করুন। Advanced Option এ ক্লিক করুন। Check for file system error Hide source partition after copy দুটো বক্স থেকে টিক মার্ক তুলে দিন। ওকে প্রেস করুন। ফিনিস দিন। আপনাকে একটা ওয়ার্নিং মেসেজ দেখাবে ইয়েস দিন। অপেক্ষা করুন। ৩-৪ মিনিটের মধ্যে সম্পূর্ন হার্ডডিস্ক ক্লোন হয়ে যাবে। ব্যাস, হার্ডডিস্কটি খুলে নিয়ে কম্পিউটারে লাগিয়ে দিলেই হবে। এভাবে যত খুশি হার্ডডিস্ক ক্লোন করতে পারবেন।

এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়

windows এর এডমিন / ইউজার পাসওয়ার্ড ক্র্যাক/ ভাঙ্গার জন্য windows Gate ব্যবহার করে খুব সহজেই তা করা যায়।

আসুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি প্রয়োজন হবে

  • ১। এক্স. পি এর লাইভ ডিস্ক সাথে windows Gate সফটওয়্যার।
  • ২। সিডি রম ড্রাইভ ( এটি সব কম্পিউটারের একটি করে থাকে, লাইভ এক্স .পি এর ইউ. এস বি, ভাশন এখনো করতে পারি নাই)
  • ৩। কম পক্ষে ১২৮ এম বি র‌্যাম।

এটি নিম্নের তালিকায় দেওয়া windows এর ভার্সনে কাজ করবে

  • ২০০৮
  • ভিস্তা
  • ২০০৩
  • এক্স. পি
  • ২০০০
  • ( ৩২ / ৬৪ বিট ) উভয় প্রকারের জন্য কার্যকর।

শুরু করি

নিচের লিংক হতে এক্স পি এর লাইভ ভার্সন ডাউনলো করে নিন। এবং আপজিপ করে এর I.S.O ফাইলটা নিরো বা এই জাতীয় কোন সিডি বার্নার সফট দিয়ে তা সিডিতে রাইট করে নিন।

এবার আপনি যে কম্পিউটারে এডমিন/ ইউজার পাসওয়ার্ড খোলতে চান সেটি চালু করুন এবং সেটির বায়োস প্রবেশ করে বুট সিকোয়েন্স এর ফাস্ট ডিভাইস হিসেবে সিডি/ ডিভিডি রম নির্ধারন করুন। সেটিং সেইভ করুন এবং এক্স. পি এর লাইভ ডিস্ক প্র্রবেশ করিয়ে কম্পিউটার বুট করুন। এই অবস্থায় সি ডি হতে বুট করার জন্য কী বোর্ড হতে যে কোন একটি কী প্র্রেস করুন ( প্রেস করার ম্যাসেজ আসলে)।

এবার windows সরাসরি সিডি হতে লোড হবে, কিছুক্ষণ অপেক্ষা করুন, লোড হওয়া পর্যন্ত।

এখন

Start>Programs>Unlockers>Windows Gate এ ক্লিক করুন।

C:[]-windowsXp[5.1.2600.2180(xpsp_sp2_rtm.040803-2158)] লাইনটি সিলেক্ট করুন।

অতপর

Available gates অপশন হতে

Msv1_0.dll.patch (check to disable logon password validation) চেক বক্স এ টিক মার্কস দিন।

close (X) বাটনে ক্লিক করুন।

কম্পিউটার রিস্টাট করে লাইভ ডিস্ক বের করুন।

এবার

নরমালি হার্ডডিস্ক হতে বুট করুন এবং লগইন স্ক্রীনে পাসওয়ার্ড টেক্স এ কোন কিছু টাইপ না করে শুধু মাত্র এন্টার প্রেস করুন।

বি: দ্র: ডাউন লোড এর সুবিধার জন্য আমি এটার অন্যান্য ইউটিলিটি গুলো বাদ দিয়ে শুধু মাত্র windows Gate সফটওয়্যারটি যুক্ত করে দিয়েছি।