ফয়সল এর সাথে আমার পরিচয় আইটি স্কলারশীপ প্রজেক্টে পড়াকালীন সময়ে। আমরা একই ব্যাচের ছাত্র ছিলাম। বেশ চটপটে, প্রানবন্ত আর উদ্যমী। যেকোন বিষয়ে অসীম আগ্রহ তার । একদিন লিনাক্স এর কথা তুলতেই সে তো অবাক। প্রশ্নের পর প্রশ্ন। এটি কি, কিভাবে কাজ করে, ইন্সটল কিভাবে করতে হয়? এরকম অনেক অনেক প্রশ্ন। আমি অবশেষে তাকে বললাম - চলুন সামনে বিডিলাগের(বাংলাদেশ লিনাক্স ইউজার গ্রুপ) এক সমাবেশে যাওয়া যাক। সে তো সাথে সাথেই রাজী। এক সাথে গেলাম এবং অনেক কিছুর সাথেই তাকে পরিচিত করালাম। কিছুটা কৌতুহল তার মেটাতে পারলাম। তারপর একসময় আমাদের কোর্স এর পরিসমাপ্তি ঘটল এবং আমরা যে যার মত বিচ্ছিন্ন হয়ে পড়লাম। হঠাৎ একদিন তার ফোন। সে নতুন মেশিন কিনেছে এবং লিনাক্স ইনস্টল করতে চায়। কিভাবে সিডি যোগাড় করবে, কোথা থেকে করবে, ম্যানুয়াল আছে কিনা ইত্যাদি প্রশ্ন তার। আমি তাকে উবুন্তু এর ফ্রি সিডি কালেকশন এর পরামর্শ দিলাম। একদিন সিডি পেয়ে সে ইনস্টল করতে বসে গেল। আগেই মেশিনে তার এক্সপি ইন্সটল করা ছিল। কিন্তু পার্টিশন এর বিষয়ে তেমন কিছুই না জানায় পুরো মেশিন ফরম্যাট করে ফেলল। সব ডাটা লস করে আমাকে মোবাইল করল। কিন্তু এ অবস্থায় ঘাবড়ে না গিয়ে আমি তাকে ধীরে সুস্থে লিনাক্স ইনস্টল করতে বললাম অন স্ক্রিন কমান্ড ফলো করে। একসময় সে লিনাক্স ইনস্টল করতে সক্ষম হল কয়েকবার প্রচেষ্টার পর।
উপরের যে কাহিনী বর্ননা করলাম তা আমাদের ফোরাম এর সদস্যগন ছাড়াও বিভিন্ন জায়গায় প্রতিনিয়তই অনেকেই ডাটা লসের সম্মুখীন হচ্ছেন। কিন্তু এ থেকে কি পরিত্রানের কোন উপায়ই নেই?
বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় মেশিনে উইন্ডোজ ইনস্টল করা থাকে- তারপর লিনাক্স ইনস্টল করতে চায় সবাই। কিন্তু উইন্ডোজ প্রি-ইনস্টলড থাকায় পার্টিশন এর ডিটেইলস ব্যাপারগুলি না বোঝার কারনে সবাই ডাটা লসের সম্মুখিন হয়। তখন মাথায় হাত দেয়া ছাড়া কিছুই করার থাকে না। তারপর লিনাক্সের শাপ-শাপান্ত করেই তবে ছাড়ে। কিন্তু আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তারা যদি আগেই লিনাক্স এর পার্টিশন তৈরী করে নিতে পারি উইন্ডোজ থেকে তাহলে এ সমস্যা থেকে খুব সহজেই পরিত্রান পেতে পারি। আসুন দেখা যাক কিভাবে এটি করা যায়।
আমরা এ জন্য পার্টিশন ম্যাজিক নামে একটি সফটওয়্যার ব্যবহার করব। এর ৮.০ ভার্সন টি দিয়েই আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে এটি করা যায়। এর পরের ভার্সন ব্যবহার করেও এ কাজ করতে পারবেন।
প্র্রথমে পার্টিশন ম্যাজিক সফটওয়্যারটি ইনস্টল করে নিন। এরপর স্টার্ট মেনু থেকে রান করুন। তাহলে নিচের মত স্ক্রিন আসবে।
এবার Task মেনু থেকে Create New Partition এ ক্লিক করুন। এবার Next এ বাটনে ক্লিক করুন। এখানে নতুন পার্টিশনটি কোন পজিশনে তৈরি করবেন তা দেখিয়ে দিতে হবে। একেবারে শেষ ড্রাইভটি সিলেক্ট করুন অর্থাৎ নতুন পার্টিশনটি সবার শেষে তৈরী হবে। নিচের ছবির মতঃ
এবার Next বাটনে ক্লিক করুন। এবার কোন কোন ড্রাইভ থেকে আপনি স্পেস নিতে চান তা সিলেক্ট করুন। যে ড্রাইভগুলিতে স্পেস বেশী আছে সেগুলির বাম পার্শ্বে টিক চিহ্ন দিন। নিচের ছবি দেখুনঃ
আবার Next বাটনে ক্লিক করুন। এখানে যে পার্টিশনটি তৈরী করতে চাচ্ছেন তার সাইজ, ধরন ইত্যাদি নির্ধারন করে দিতে হবে। সাইজ মেগাবাইটে উল্লেখ করতে হবে। যেমন আপনি যদি চান ৫ গিগাবাইট তবে দিন ৫০০০ মেগাবাইট। ফাইল সিস্টেম টাইপ দিন Ext3। এবার Next বাটনে ক্লিক করুন। সবশেষে Finish বাটনে ক্লিক করুন।
এখানে খেয়াল করুন লিনাক্সের জন্য দু'ধরনের পার্টিশন আছে - একটি হচ্ছে Ext(2/3) টাইপ, অন্যটি Swap টাইপ এর। লিনাক্স ইনস্টলের জন্য আপনাকে Ext2/Ext3 এর যেকোন একটি পার্টিশন তৈরী করতে হবে এবং আরেকটি করতে হবে Swap টাইপের। আমরা এতক্ষন ধরে Ext3 টাইপের একটি পার্টিশন তৈরী করেছি। আরেকটি করব সোয়াপ এর জন্য যার সাইজ হবে Ram এর দ্বিগুন। এটি ভার্চুয়্যাল মেমোরী হিসেবে কাজ করে যা Ram এর সহায়ক হিসেবে ব্যবহৃত হয়।
আপনার র্যাম যদি ১ গিগাবাইটের হয় তাহলে এর সাইজ হবে ২ গিগাবাইট। এজন্য আগের মত Task মেনু থেকে Create New Partition এ ক্লিক করুন এবং আগের মতই সব কমান্ড দিন শুধু নিচের ছবির জায়গায় Linux Swap সিলেক্ট করুন।
এখন পর্যন্ত আমরা শুধুমাত্র পার্টিশন ম্যাপিং করেছি অর্থাৎ কোন কিছুই এখনো কার্যকরী হয়নি। আপনি এবার সবশেষে Apply তে ক্লিক করলে মূল কাজ অর্থাৎ পার্টিশন শুরু হবে, তারপর কম্পিউটার রিস্টার্ট হবে। আর যদি আগের অবস্থানে ফেরত যেতে চান তবে Undo তে ক্লিক করুন।
পার্টিশন তো হল কিন্তু লিনাক্স কিভাবে ইনস্টল করবেন। হ্যা এবার সেটিই বলছি।
যেকোন ডিস্ট্রিবিউশনের সিডিটি ঢুকিয়ে লিনাক্স ইনস্টল এর এক পর্যায়ে পার্টিশন করতে চাইলে ম্যানুয়াল পার্টিশন করার অপশন সিলেক্ট করবেন। তারপর রুট(/) পার্টিশন হিসেবে আমরা যে Ext3 (৫ গিগাবাইটের) পার্টিশনটি তৈরী করেছি সেটি দেখিয়ে দিন এবং Swap হিসেবে (১/২ গিগাবাইটের) যেটি তৈরী করেছি র্যামের দ্বিগুন সাইজের সেটিকে সোয়াপ হিসেবে দেখিয়ে দিন।
আমি এখানে উবুন্তু এর স্ন্যাপশট তুলে দিচ্ছিঃ
এখানে আপনি JFS Journaling File System অথবা Ext3 যেকোনটি সিলেক্ট করতে পারেন।
উপরের ছবিতে সোয়াপ পার্টিশন সিলেক্ট করা হয়েছে।
তারপর পরবর্তী কমান্ডগুলি দিতে থাকুন। একসময় ঝামেলা বিহীন লিনাক্স ইনস্টল হয়ে যাবে। এটি যেকোন লিনাক্স এর ক্ষেত্রেই প্রযোজ্য।