আপনারা অনেকে ইতিমধ্যে জেনে গেছেন অভ্র থেকে ইউনিজয় কি-বোর্ড বাদ দেয়া হচ্ছে অচিরেই। তাই আসুন অভ্রতে কিভাবে নিজের পছন্দমত কি-বোর্ড ইনস্টল করে নেয়া যায় তা জেনে নেই। মাত্র কয়েকটি ধাপ। যে কেউ খুব সহজে এটি করতে পারবেন।
তাহলে এবার শুরু করা যাক।এটি করার জন্য অভ্রর সাম্প্রতিক ভার্সন ৪.৫.১ ব্যবহার করাই ভাল। আমি পুরনো ভার্সনে এটি করে দেখিনি।
প্রথমেই নিচের তালিকা থেকে আপনার পছন্দের ফাইলটি ডাউনলোড করুন-
১. ইউনিজয় কি-বোর্ড এর জন্য ডাউনলোড করুন - Unijoy Keyboard
২. মুনীর কি-বোর্ড এর জন্য ডাউনলোড করুন- Munir Keyboard
৩. প্রভাত কি-বোর্ড এর জন্য ডাউনলোড করুন- Probhat Keyboard
৪. ন্যাশনাল কি-বোর্ড এর জন্য ডাউনলোড করুন- National Keyboard
এবার অভ্র ইনস্টল করেছেন যে ফোল্ডারে সেখানে যান। যেমনঃ C:\Program File\Avro Keyboard
অথবা E:\Soft\BANGLA SOFT\Avro Keyboard।
নিচের ছবির মতঃ
তারপর এ ফোল্ডারে আপনার পছন্দের লে-আউট ফাইল যেটি উপরের লিংকগুলি থেকে ডাউনলোড করেছেন তা এখানে কপি করে পেস্ট করুন। সবশেষে অভ্র বন্ধ করে আবার চালু করুন। এবার অভ্র আইকনের উপর ডান মাউস বাটন ক্লিক করে পছন্দের লে-আউটটি নির্বাচন করে নিন।