সিকিউরিটি সমস্যা/ ব্যক্তিগত তথ্য নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ইউএসএর
বিরূদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ আমরা ইতিমধ্যে শুনছি প্রতিনিয়ত। ইউএসএ
বেজড কোন কোম্পানির ক্লোজড সোর্স ওএস ব্যবহার করা তাই এখন বেশ ভয়ের কারন।
কে জানে হয়তো আপনার অগোচরেই সাধের উইন্ডোজ আপনার ব্যক্তিগত তথ্য এনএসএর
সার্ভারে পাঠিয়ে দিচ্ছে। তাই অনেকেই এখন লিনাক্সের প্রতি আগ্রহী হয়ে উঠছেন।
কিন্তু লিনাক্স ইনস্টলের পর শুরু হয় আসল পরীক্ষা।
আপনার মডেমটি দিয়ে নেট কানেকশন পাচ্ছেন না।
আপনার প্রিন্টারটি লিনাক্স সাপোর্ট করছে না।
আপনার ল্যাপটপটির গ্রাফিক্স রেজুলেশন ঠিকমত আসছে না।
আপনার পছন্দের গেমস চালাতে পারছেন না।
লিনাক্সে ফটোশপ, বিজয় চলে না।
ইত্যাদি আরো অনেক অনেক সমস্যা।
তাই লিনাক্স দিয়ে শুরুর আগেই কিছু পরিকল্পনা ও পদক্ষেপ নিন।
১.
যদি নতুন কোন ডেস্কটপ/ল্যাপটপ কিনে লিনাক্স ব্যবহার করতে চান তবে- প্রথমে
পেনড্রাইভে লাইভ হিসেবে লিনাক্স ইনস্টল করে নিন unetbootin দিয়ে।
২. দোকানে গিয়ে পেনড্রাইভ দিয়ে মেশিনটি বুট করে দেখে নিন লিনাক্সে সব কিছু ঠিকমত চলে কিনা?
৩.
মডেম, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি কেনার আগেই দেখে নিন লিনাক্স
সাপোর্টেড কিনা? প্যাকেটের গায়ে লেখা থাকলেই কিনবেন না। বরং ফোরাম বা নেটে
গিয়ে সার্চ দিয়ে দেখে নিন বা প্রশ্ন করে জিজ্ঞাসা করুন সেটি চলবে কিনা?
এজন্য প্রজন্ম ফোরামের এ লিংকে যেতে পারেন-
http://forum.projanmo.com/topic45998.html
৪.
লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রো থেকে অন্ততঃ দুটি জনপ্রিয় ডিস্ট্রোর
সিডি/ডিভিডি যোগাড় করুন। তাতে আপনার সুবিধা হবে। একটি ডিস্ট্রোতে মনিটর,
প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি ড্রাইভার সাপোর্ট না পেলে অন্যটিতে পাওয়ার
সম্ভাবনা থাকে। আমি হাতের কাছে - লিনাক্স মিন্ট ও ডেবিয়ানের ডিভিডি রাখি।
ডিস্ট্রো খোজার জন্য যান - http://distrowatch.com/
৫. উইন্ডোজে যেসব সফটওয়্যার ব্যবহার করেন লিনাক্সে তার বিকল্প একটি তালিকা তৈরি করুন। যেমন-
মাইক্রোসফট অফিস - বিকল্প - লিব্রে অফিস/ ওপেন অফিস
উইন্ডোজ এক্সপ্লোরার - বিকল্প - ফায়ারফক্স/আইসউইজেল/ক্রোমিয়াম
আউটলুক এক্সপ্রেস - বিকল্প - থান্ডারবার্ড/আইসডাভ
বিজয় কি-বোর্ড - বিকল্প - SCIM Input Method (bn-unijoy, probhat, national)
ফটোশপ - বিকল্প - GIMP
উইন্ডোজ মিডিয়া প্লেয়ার - বিকল্প - VLC Media Player
এমএসপেইন্ট - বিকল্প - মাই পেইন্ট
নোটপ্যাড - বিকল্প - Gedit/Kwrite/
লিনাক্সের জন্য কয়েকটি প্রোগ্রামিং এডিটর - Netbeans, Eclipse, codeblocks, kdevelop
লিনাক্সের জন্য কয়েকটি গেমস - lbreakout, chromium-bsu, neverball, dreamchess, secret mario chronicles, torcs
৬.
লিনাক্স ইনস্টল করার সময় বেশীরভাগ ক্ষেত্রে পার্টিশন করার বিষয়টি অনেকে
তালগোল পাকিয়ে ফেলেন। এজন্য gparted দিয়ে লিনাক্সের লাইভ সিডি থেকে কিভাবে
পার্টিশন করা যায় সুন্দরভাবে তা ইন্টারনেট ঘেটে শিখে নিন। এটি না জানা
থাকলে হার্ডডিস্কের সব তথ্য গায়েব হয়ে যেতে পারে।
৭. অনেকেই মনে করে
থাকেন লিনাক্স ইনস্টল করা মানে উইন্ডোজ বাদ দেয়া। কিন্তু উইন্ডোজের
পাশাপাশি ভিন্ন পার্টিশনে লিনাক্স ইনস্টল করা যায়। মেশিন বুটের সময়
লিনাক্স/উইন্ডোজ যেটি চান সেটি সিলেক্ট করে দিলেই হল। ব্যস মেশিন সেটিতে
চালূ হবে। তাই নির্ভয়ে এগিয়ে যেতে পারেন।
পাশাপাশি কিছুদিন ব্যবহারে অভ্যস্ত হয়ে গেলে পুরোপুরি উইন্ডোজ মুছে দিতে পারেন। যদিও তা না করলে কোন সমস্যা নেই।
৮. লিনাক্স ব্যবহার করার পর থেকে ছোট ছোট কিছু কমান্ড লাইনের কাজ শিখতে
থাকুন। এটি না পারলেও কোন সমস্যা নেই। বেশীরভাগ কাজ লিনাক্সে গ্রাফিক্যালী
করা যায়। তবে মেশিন কোন কারনে বুট না করলে বা কোন সমস্যা হলে যেমন - বুট
মেনু/গ্রাব না পেলে, কোন প্রোগ্রামের কনফিগারেশন ফাইলে সমস্যা হলে - আপনার এ
জ্ঞানটি কাজে লাগবে। এর ফলে পুনরায় লিনাক্স ইনস্টলের হাত থেকে রেহাই পেতে
পারেন।
বেসিক কয়েকটি কমান্ড-
ls -al - To see the directory/Folder contents
df -h - To see the harddisk space information
free -m - To see the memory usage information
cp -R /src /dest - To copy src folder to dest folder
rm -rf /folder - To delete /folder
man command - To see the manual of the command
cd dir - To move to the dir
fdisk -l - To see the hardisk partitions
du -sh /path - To see the usage space of the /path
find /path -name "*file_name*" - To find a file in /path
lsusb - To see the usb devices
lspci - To see the pci devices
uname -a - To see the kernel version
whoami - Current user
chmod -R 777 /folder_or_file- To change the permission of folder or file
fsck /dev/sda9 - To scan/check the /dev/sda9 partition and fix them manually
ntfsfix /dev/sda1 - To fix a ntfs/windows partition from linux
এছাড়া
যেকোন কমান্ডের প্রথম এক/দুটি অক্ষর লিখে দুবার Tab চাপুন তাহলে ঐ
অক্ষরগুলি দিয়ে শুরু হওয়া কমান্ডের লিস্ট স্ক্রিনে দেখতে পাবেন। এটি বেশ
কাজের।
৯. লিনাক্সের জন্য কমান্ড লাইন/শেল নির্ভর টেক্সট এডিটর
রয়েছে বেশ কয়েকটি যেমন- vi, emacs, nano ইত্যাদি। এর যেকোন একটি শিখে নিন।
এটিও বিপদের সময় কাজে লাগবে।
১০. সবসময় নিজেকে আপটুডেট রাখুন
প্রযুক্তির বিষয়ে। নিয়মিত টেকসাইটগুলি ভিজিট করুন আর জানুন লিনাক্স
সম্পর্কে। যেমন- www.distrowatch.com, http://www.tuxmachines.org/ ইত্যাদি।
www.4shared.com
সাইটে গিয়ে লিনাক্সের কিছু বই ডাউনলোড করে নিন- Linux System
Administration, Red Hat Linux ইত্যাদি দিয়ে সার্চ দিলে বই পেয়ে যাবেন।
আশা করি পরামর্শগুলি অনেকের কাজে লাগবে - সে প্রত্যাশায় শেষ করছি।