- প্রথম পদ্ধতি
আপনার মেশিনের লিনাক্স পার্টিশন মাউন্ট করে নিন। উবুন্তু লাইভ সিডিতে এগুলি স্বয়ংক্রিয়ভাবেই হবে।
প্রথমেই আসুন /mnt ফোল্ডারে একটি ডিরেক্টরী তৈরী করি lin নামে।
#mkdir /mnt/lin (create a folder to use as a mount point)
এ ডিরেক্টরীতে আপনার লিনাক্স পার্টিশনকে মাউন্ট করি নিচের কমান্ড দিয়েঃ
#mount /dev/sda4 /mnt/lin
এবার chroot কমান্ড প্রয়োগ করি যাতে বর্তমান লিনাক্স সিস্টেমকে ব্যবহার করা যায় লাইভ সিডি এর কার্নেল দিয়ে।
#chroot /mnt/lin
যদি উবুন্তু লিনাক্স সিডি ব্যবহার করেন উপরের কমান্ডগুলির বদলে শুধু নিচের কমান্ডটি দিনঃ
#chroot /media/yourlinuxpartition(e.g.sda4)
এবার গ্রাবকে ইনস্টলের জন্য নিচের কমান্ডগুলি প্রয়োগ করি একে একেঃ
# mount /proc
#grub-install /dev/sda অথবা #update-grub
update-grub এবং grub-install কমান্ড শুধুমাত্র ডেবিয়ান অথবা ডেবিয়ান বেজড ডিস্ট্রো যেমন উবুন্তুতে কাজ করবে।
- আরেকটি পদ্ধতি
এক্সপি ইনস্টলের পর যদি উবুন্তু খুজে না পান তবে গ্রাবকে পুনরায় বুট লোডার হিসেবে MBR এ স্থাপন করতে হবে যাতে সে উইন্ডোজ এবং উবুন্তু উভয়কেই খুজে পায়।
এজন্য প্রথমেই Ubuntu Live CD দিয়ে মেশিন বুট করুন এবং "Try Ubuntu without any change to your computer" অপশন নির্বাচন করুন।
একটি টার্মিনাল খুলুন- Applications -> Accessories -> Terminal থেকে
গ্রাব কনফিগারেশন মোডে প্রবেশ করার জন্য কমান্ড দিনঃ
sudo grub
এবং এন্টার চাপি। তারপর একের পর এক নিচের কমান্ডগুলি দিতে থাকিঃ
- root (hd0,0) - SCSI ডিভাইসের জন্য এটি (sd0,0) হতে পারে
-setup (hd0)
- quit
- exit
এখন মেশিন রিস্টার্ট দিন। আপনি গ্রাব বুট লোডার পাবেন কিন্তু সেখানে উইন্ডোজকে পাবেন না - এ জন্য বুট অপশনে কিছু যোগ করতে হবে।
এখন উবুন্তুতে বুট করার পর নতুন আরেকটি টার্মিনাল সেশন চালু করুন এবং টাইপ করুনঃ
sudo gedit /boot/grub/menu.lst
এবার ফাইলের নিচে স্ক্রল করে যান এবং নিচের লাইনগুলি হুবহু টাইপ করুনঃ
title Windows XP
root (hd0,1)
makeactive
chainloader +1
ফাইলটিকে সেভ করুন এবং রিবুট করুন। যখন গ্রাব বুট লোডার চালু হবে বুট মেনুর জন্য ESC চাপুন । এখন সবার শেষে Windows XP দেখতে পাবেন- এটি সিলেক্ট করে এন্টার চাপুন। ফলে এক্সপি চালু হবে।
যদি গ্রাব মেনুকে সবসময় দেখতে চান তবে আবার উপরের মত MENU.LST ফাইলে ঢুকে hiddenmenu খুজে বের করুন এবং একে #hiddenmenu তে পরিবর্তিত করুন।
যদি আর ও বেশী সময় ধরে মেনু দেখতে চান তবে default timeout 3 তে গিয়ে আপনার পছন্দের সময় দিয়ে দিন ৩ এর বদলে ১০,২০ বা অন্যকিছু।
আশা করি বুঝতে উপরে বর্নিত পদ্ধতি দু'টি বুঝতে পেরেছেন।
0 comments:
Post a Comment