বাংলা ডিকশনারি বট - মেসেঞ্জারেই ইংরেজি-বাংলা অভিধান

পোস্টলিখেছেন উন্মাতাল তারুণ্য সোমবার, সেপ্টেম্বর ০৮, ২০০৮ ১:৩৩ পূর্বাহ্ন
এখন থেকে আপনার মেসেঞ্জার থেকে জেনে নিতে পারবেন ইংরেজি শব্দের বাংলা অর্থ। এজন্য আপনাকে বন্ধু হিসেবে যোগ করতে হবে একটি চ্যাট বট অ্যাকাউন্টকে। আর এই চ্যাট বটকে কোন ইংরেজি শব্দ লিখে পাঠালে ফিরতি বার্তায় জানিয়ে দেবে ইংরেজি শব্দটির বাংলা অর্থ।

যা যা করতে হবে:

আপনাকে খুব বেশি কিছুই করতে হবে না। আপনার ইয়াহু, হটমেইল, এমএসএন, লাইভ, জিমেইল, জ্যাবার কিংবা এআইএম অ্যাকাউন্ট থেকে চ্যাট বটটিকে বন্ধু হিসেবে যোগ করুন। চ্যাট বটের ঠিকানা হচ্ছে-

ইয়াহু - en2bn
হটমেইল / এমএসএন / লাইভ - en2bn@live.com
জিমেইল / জ্যাবার - en2bn@bot.im
এআইএম - en2bn
(পূর্বে যারা bangla@bot.im -কে যোগ করেছিলেন তারা দয়া করে পুরনোটি বাদ দিয়ে নতুন অ্যাড্রেস যোগ করে নিন।)

যোগ করার কিছুক্ষণের মধ্যেই আপনার লিস্টে হাজির হয়ে যাবে 'en2bn'। ব্যস, এইবার একে ইংরেজি শব্দ লিখে পাঠালে ফিরতি বার্তায় আপনি (ডাটাবেসে থাকা সাপেক্ষে) বাংলা অর্থটি পেয়ে যাবেন।
ছবি

সীমাবদ্ধতা:
  • এইখানে বাংলা অভিধান হিসেবে ব্যবহৃত হয়েছে অঙ্কুরের উন্মুক্ত সোর্স ইংরেজি থেকে বাংলা অভিধান। ঐ অভিধানে কোন শব্দ খুঁজে পাওয়া না পেলে এটি আপনাকে বাংলা অর্থটি দেখাতে পারবে না।
  • bot.im সাইটটি বেটা ভার্শন হবার কারণে bangla@bot.im হঠাৎ হঠাৎ অফলাইনে চলে যেতে পারে। তবে আবার অল্প কিছুক্ষণের মধ্যেই অনলাইনে পাওয়া যাবে।
ডেভেলপার:
এই চ্যাট বটটি http://vistaarc.com এর পক্ষ থেকে তৈরি করেছেন এম, এম, রিফাত-উন-নবী
বাংলা ডিকশনারি বটের অফিসিয়াল তথ্যাবলি: http://www.vistaarc.com/bangla/bangla-dictionary-bot-upgrade/

0 comments:

Post a Comment