আমার কম্পিউটারে অনেকগুলো ভাইরাস আক্রমন করছিল। পরে আমি এ্যাভাস্ট ডাউনলোড করে স্ক্যান করি, অনেক গুলো ভাইরাস ধরা পড়ে। এখন হাডড্রাইভ গুলো ডাবল ক্লিক করলে অটো প্লের মত একটা জিনিস আসছে। ড্রাইভ ফরমাটো করা সম্ভব না কারন অনেক ডাটা আছে। কিভাবে অটো প্লে বন্ধ করব একটু তাড়াতাড়ি সমাধান দিন। আর একটা ব্যাপার হলো- আমার হিডেন ফোল্ডার শো হচ্ছে না। হিডেন ফোল্ডার শো করে এ্যাপ্লাই করলে আবার যা তাই হয়ে যাচ্ছে।
সমাধানঃ
১) ড্রাইভ ডাবল ক্লিকঃ
@Echo off
del c:\"Autorun.inf"/ah/s/q/f
del d:\"Autorun.inf"/ah/s/q/f
del e:\"Autorun.inf"/ah/s/q/f
del f:\"Autorun.inf"/ah/s/q/f
del g:\"Autorun.inf"/ah/s/q/f
del h:\"Autorun.inf"/ah/s/q/f
del i:\"Autorun.inf"/ah/s/q/f
del j:\"Autorun.inf"/ah/s/q/f
del k:\"Autorun.inf"/ah/s/q/f
উপরের লেখাগুলোকে একটা নোটপ্যড এ পেস্ট করে dell all(অথবা যা খুশি).bat নামে সেভ করে(অথবা ডাউনলোড করার জন্য ক্লিক করুন এখানে ) ডাবল ক্লিক করুন, তার পরে আপনার পিসি রি স্টার্ট করুন,
সব ঠিক হয়ে যাবে।
বি.দ্র. উপরের লাইন গুলোতে ৯ টা ড্রাইভ আছে, আপনার ড্রাইভ যে পর্যন্ত আছে, তার নিচের ড্রাইভ গুলো কপি না করলে ও চলবে।
২) হিডেন ফোল্ডার অপশন
লিখেছেন বাঙলার ছেলে রবিবার, ডিসেম্বর ২১, ২০০৮ ১:৪২ পূর্বাহ্ন
এই পদ্ধতিতে আপনার কম্পিউটারের হিডেন ফাইল শো হবে।
১. Start ------> Run ------> regedit (এখানে ওপেনের স্থানে regedit লিখে Ok বাটনে ক্লিক করতে হবে)
২. HKEY_LOCAL_MACHINE থেকে SOFTWARE আর পর Microsoftএই ভাবে নিচের লোকেশনে যেতে হবে।
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced\Folder\Hidden\SHOWALL]
৩. এখন SHOWALL এ ক্লিক করলে ডান পাশের সেলে কয়েকটি অপশন আসবে সেখান থেকে "checkedvalue" নির্বাচন করে value data "0" এর পরিবর্তে "1" করে DefaultValue নির্বাচন করে "1" এর পরিবর্তে "2" করে Alt+ F4 চেপে regedit থেকে বের হয়ে কম্পিউটারের হিডেন ফাইল গুলো দেখার চেষ্টা করুন, আশা করি আপনার কম্পিউটারের সকল হিডেন ফাইল দেখতে পারবেন।
0 comments:
Post a Comment