শুরুতেই বেসিক যে ব্যাপারটি মনে রাখা দরকার তা হল, রিমোট ডেস্কটপ শেয়ারিং এর জন্য দুটি প্রোগ্রাম ব্যবহার করতে হবে।
এক. সার্ভার প্রোগ্রাম যেমন- vnc server, x11vnc ইত্যাদি
দুই . ক্লায়েন্ট প্রোগ্রাম যেমন – vnc viewer, tightvnc viewer ইত্যাদি
প্রথম প্রোগ্রামটি যে ডেস্কটপ শেয়ার করা হবে তাতে ইনস্টল করে ব্যাকগ্রাউন্ডে চালু রাখতে হবে।
দ্বিতীয় প্রোগ্রামটি যে মেশিন থেকে রিমোট ডেস্কটপটি দেখতে চান সেখানে ইনস্টল করতে হবে।
এবার আসুন দেখি লিনাক্সে কি কি প্রোগ্রাম রয়েছে ডেস্কটপ শেয়ারিং এর জন্য।
প্রতিটি ব্যবহারকারীর আলাদা সেশন প্রদানের সুবিধা দিয়ে থাকে vncserver। এটিতে আপনি সরাসরি কোন ব্যবহারকারীকে সাহায্য করতে পারবেন না। প্রত্যেক ব্যবহারকারী আলাদা ডেস্কটপ এনভারোনমেন্ট পাবেন কাজের জন্য।
আর সরাসরি অন্য মেশিনে লগইন থাকা ব্যবহারকারীর ডেস্কটপ শেয়ারিং এর জন্য প্রয়োজন হবে x11vnc।
প্রথমে তাই আমরা x11vnc ব্যবহারের পদ্ধতি দেখবো যাতে অন্যকে রিয়েল টাইমে সাহায্য করা যায়।
x11vnc ইনস্টলের জন্য কমান্ড দিন-
apt-get install x11vnc
ইনস্টল শেষ হওয়ার জন্য টার্মিনালে কমান্ড দিনঃ
x11vnc -many &
উক্ত কমান্ড দিলে x11vnc ব্যাকগ্রাউন্ডে রান করবে এবং অন্য মেশিন থেকে tightvnc viewer দিয়ে বা Real VNC Viewer দিয়ে ডেস্কটপ দেখা যাবে।
apt-get install xvncviewer or xvnc4viewer
তারপর প্রোগ্রাম মেনু থেকে vnc viewer চালু করুন অথবা শেল প্রম্পটে লিখুন – vncviewer
এবার server: এর সামনে লিখুন যে মেশিনে ঢুকতে চান তার IP Address (192.168.0.1)।
উপরের নিয়মে প্রতিবার মেশিন চালুর পর x11vnc -many & কমান্ডটি দিয়ে সার্ভার চালু করতে হবে। যদি মেশিন বুটের সময় x11vnc স্বয়ংক্রিয়ভাবে চালু করতে চান তবে /etc/gdm/Init/Default ফাইলের শেষে (অবশ্যই exit(0) এর আগে) নিচের লাইনটি যোগ করুন ।
কমান্ডঃ
sudo gedit/vi /etc/gdm/Init/Default
/usr/bin/x11vnc -ultrafilexfer -rfbversion 3.7 -bg -reopen -forever
-ultrafilexfer -rfbversion 3.7 – এই দুটি অপশন এনাবল করা হয়েছে যাতে Ultravnc Viewer এর মাধ্যমে ফাইল কপি করা যায় এক মেশিন থেকে অন্য মেশিনে। এ দুটি অপশন বাদ দিতে পারেন যদি ফাইল ট্রান্সফার সুবিধা দরকার না হয়।
etc/gdm/Init/Default ফাইলটি ডিসপ্লে ম্যানেজার (kdm/gdm/xdm/cde) ভেদে পরিবর্তিত হয়। যেমনঃ
GDM (GNOME) এর ক্ষেত্রে /etc/X11/gdm/Init/Default অথবা /etc/gdm/Init/Default KDM (KDE) এর ক্ষেত্রে /etc/kde*/kdm/Xsetup XDM এর ক্ষেত্রে /etc/X11/xdm/Xsetup (or sometimes xdm/Xsetup_0) CDE এর ক্ষেত্রে /etc/dt/config/Xsetup
x11vnc প্রোগ্রামের পর এবার আমরা VNC Server এর ব্যবহার দেখব। এটি প্রতিটি ব্যবহারকারীকে আলাদা ডেস্কটপ সেশন প্রদান করে থাকে।
vncserver ইনস্টলের জন্য কমান্ড দিনঃ
apt-get install vncserver
প্রথমবার পাসওয়ার্ড সেট করার জন্য রান করুন-
vncpassword
আপনার পাসওয়ার্ড দিন। এটি পাসওয়ার্ডকে ~/.vnc/passwd ফাইলে সেভ করবে।
নতুন সার্ভার চালুর জন্য কমান্ড দিনঃ
vncserver
এর ফলে নতুন সার্ভার চালু হবে এবং এর ডেস্কটপ ১ নম্বর দিয়ে শুরু হবে। যেহেতু একই সময়ে একাধিক vnc সার্ভার থাকতে পারে তাই এ নম্বরটি যথেষ্ট গুরুত্বপূর্ন। যখন আপনি সার্ভারে কানেক্ট করতে চাইবেন তখন এ নম্বরটি জানা থাকতে হবে। ডেস্কটপ নম্বর এরপর বাড়তে থাকবে ১,২,৩.. এরকম । প্রথম সার্ভার চালু করলে সেটি চিহ্নিত হবে machine:1, পরেরটি হবে machine:2 ইত্যাদি। এবার প্রোগ্রামস মেনু থেকে vnc viewer চালু করে মেশিনের এড্রেস হিসেবে machine:1 দিলে কানেক্ট হতে পারবেন।
নিচের অংশটুকু জেনে রাখার জন্য -
মূল VNC প্রোগ্রামটি একটি ইউনিভার্সিটির ল্যাব প্রজেক্ট ছিল যা পরবর্তীতে কয়েকটি শাখায় বিভক্ত হয়ে যায়।
- TightVnc – একটি উন্নতমানের কমপ্রেশানযুক্ত সংস্করন
- TridiaVnc – মূল Vnc এর আরেকটি শাখা
- RealVNC – এটিই হচ্ছে মূল vnc প্রোগ্রামারের সংস্করন
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকুন সে কামনায় শেষ করছি।
0 comments:
Post a Comment