ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার নিয়ন্ত্রণ

পোস্টলিখেছেন mehdiakram রবিবার, জুলাই ০৬, ২০০৮ ৯:১৯ অপরাহ্ন

আপনার বন্ধু থাকে প্রবাসে আর আপনি বাংলাদেশে। আপনার বন্ধু কম্পিউটারে খুব বেশী দক্ষ না। আপনি আপনার বন্ধুকে কিছু শেখাতে চান বা তার কম্পিউটারের কিছু কাজ করে দিতে চান। কিন্তু দুজন হাজার কিলোমিটার দুরে থেকে কিভাবে এটা সম্ভব। টিমভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার বন্ধুর কম্পিউটার ব্যবহার করতে পারবেন, ফলে আপনি তাকে যেমন কিছু শেখাতে পারবেন তেমনই তার বিভিন্ন কাজও করে দিতে পারবেন। এজন্য অবশ্যই উভই কম্পিউটারে ইন্টারনেট সংযোগ এবং টিমভিউয়ার সফটওয়্যার ইনষ্টল থাকতে হবে।
এজন্য উভয়ই http://www.teamviewer.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করুন। এবার উভয়ই সফটওয়্যারটি চালু করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে Your Details অংশে ID এবং Password আসবে। যেহেতু আপনি আপনার বন্ধুর কম্পিউটার নিয়ন্ত্রণ করবেন তাই আপনার বন্ধুর কাছ থেকে এসএমএস, ফোন, মোবাইল, ম্যাসেজ (চ্যাট) বা ইমেইলের মাধ্যমে তার টিমভিউয়ারের ID এবং Password জেনে নিন। এখন আপনার টিমভিউয়ারের (Remote Support নির্বাচন রেখে) Partner Details এর ID অংশে আপনার বন্ধুর দেওয়া আইডি লিখে Connect Partner বাটনে ক্লিক করুন। তাহলে সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের টিমভিউয়ার পরীক্ষা করবে। এবপরে পাসওয়ার্ড চাইলে আপনার বন্ধুর দেওয়া পাসওয়ার্ড লিখে Log On বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার বন্ধুর দেওয়া আইডির টাইটেলে একটা উইন্ডো আসবে, যা আপনার বন্ধুর কম্পিউটারের ডেক্সটপ। এখন আপনি উক্ত ডেস্কটপের মাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ (ফাইল/ফোল্ডার তৈরী, ডিলিট করা, টাইপ করা, সফটওয়্যার ইনষ্টল করা, ডাউনলোড করা, গান দেখা ইত্যাদি) করতে পারবেন। মোট কথা ইন্টারনেটর সংযোগ অক্ষুন্ন রেখে কম্পিউটার লগঅফ/সার্টডাউন ছাড়া বাকি সবই করতে পারবেণ। এছাড়াও Filetransfer থেকে সংযোগ নিলে আপনার নিজের কম্পিউটারের ফাইল আপনার বন্ধুর কম্পিউটারের মধ্যে ফাইল/ফোল্ডার আদান প্রদান করতে পারবেন।
মূল লেখা এখানে

3 comments:

Anonymous said...

কপি করে লেখা জমা দাও কেন

Zahidur Rahman said...

লেখাটি প্রকাশিত হয়েছিল আমাদের প্রযুক্তি ফোরামে। আমি সেখান থেকেই লেখকের নামসহ এখানে দিয়েছি। এমনকি তার অরিজিনাল সাইট এ্যাড্রেস দেয়া আছে। আবার আপনার সাইটে ঢুকে মনে হল লেখাটি আসলে আপনি লিখেছেন। এখন আমি তো কনফিউজড। তবে আমি নিজের নামে অন্যের লেখা আমার ব্লগে দেই না। যদি চান তো লেখাটি ডিলিট করে দিতে পারি। আর বর্তমানে আমার নিজের লেখার সংখ্যাই আমার ব্লগে অনেক বেশী। তাই অন্যের লেখাও আর প্রকাশ করি না এখন। তবে আগের প্রকাশিত লেখাগুলি যা অন্যের তা ধীরে ধীরে ডিলিট করার ইচ্ছা রয়েছে। আশা করি তখন আর সমস্যা হবে না।

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

Rose said...

Great readiing your blog post

Post a Comment