কেডিই
এনভারোনমেন্টে স্টার্ট মেনু
নিয়ে নতুন ব্যবহারকারীরা
প্রায়ই সমস্যায় পড়েন। কারন
কোন কিছু ডিলিট বা পরিবর্তন
হয়ে গেলে আর ফিরিয়ে আনতে পারেন
না ডিলিট হয়ে যাওয়া অপশনটি।
যেমন কোন প্যানেল ডিলিট হয়ে
গেল বা কোন আইকন ডিলিট হয়ে
গেল। এ সমস্যা থেকে পরিত্রান
পাওয়ার জন্য নিচের কমান্ডটি
দিয়ে মেশিন রিস্টার্ট দিন
তাহলে স্টার্ট মেনুটি ঠিক
আগের অবস্থায় ফিরে যাবে।
কমান্ড-
rm
.kde/share/config/plasma-desktop-appletsrc
এ কমান্ডটি
দিলে বর্তমান ব্যবহারকারীর
জন্য স্টার্ট মেনুর সেটিংসটি
ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে
মেশিন রিস্টার্টের সময় ডিফল্ট
সেটিংসসহ স্টার্ট মেনু চালু
হবে।
0 comments:
Post a Comment