লিনাক্স শর্ট টিপস-১ (সিডিরম শব্দ সমস্যা)


লিনাক্স বা যেকোন অপারেটিং সিস্টেমে কাজ করতে হলে প্রায়শঃ আমরা ছোটখাট সমস্যায় পড়ি যেমন- কোন প্রোগ্রাম ক্রাশ করা, সিডিরমে অতিরিক্ত শব্দ হওয়া, স্টার্ট মেনু অদৃশ্য হওয়া বা কোন প্যানেল ডিলিট হয়ে যাওয়া, স্ক্রিন রেজুলেশন সমস্যা ইত্যাদি। এ ধরনের ছোট-খাট সমস্যা নিয়ে কাজ করে যে সমাধানগুলি নেটে পেয়েছি সেগুলি নিয়ে একটি ধারাবাহিক শর্ট টিপস চালু করলাম। আশা করি অনেকেই উপকৃত হবে। তাহলে কাজে নেমে পড়া যাক।

আজ আলোচনা করবো লিনাক্সে সিডিরমের অতিরিক্ত শব্দ সমস্যা।

এ সমস্যাটি সাধারনত হয়ে থাকে ভিডিও সিডি চালানোর সময়। লিনাক্স ডিফল্টভাবে সিডিরম থেকে সরাসরি রিড করে ভিডিও চালাতে চেষ্টা করে। কিন্তু ভিডিও সাইজ বড় হওয়াতে প্রতি মূহুর্তে রিড করার প্রয়োজন হয়। ফলে অতিরিক্ত শব্দ তৈরী হয়। যদি লিনাক্সকে সিডি/ডিভিডি রিড করার স্পিড সেট করার নির্দেশ দেয়া যায় তবে অতিরিক্ত শব্দ কমে যাবে। এজন্য কমান্ড দিন-

sudo hdparm -E 2 /dev/cdrom

এখানে /dev/cdrom এর জায়গাতে আপনার সিডি/ডিভিডির ডিভাইস লোকেশন দিয়ে দিন।

লোকেশন জানার জন্য কমান্ড দিন-

sudo mount -l

0 comments:

Post a Comment